সীমান্তে নতুন সংঘর্ষে পাকিস্তানের হামলায় ১২ আফগান নাগরিক নিহতের দাবি

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে নতুন করে সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) ভোরে শুরু হওয়া এই সংঘর্ষে অন্তত ১২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান প্রশাসন। খবর রয়টার্সের।

Oct 15, 2025 - 15:40
 0  2
সীমান্তে নতুন সংঘর্ষে পাকিস্তানের হামলায় ১২ আফগান নাগরিক নিহতের দাবি
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে নতুন করে সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) ভোরে শুরু হওয়া এই সংঘর্ষে অন্তত ১২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান প্রশাসন। খবর রয়টার্সের।

দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ—যারা একসময় মিত্র ছিল—সম্প্রতি সম্পর্কের টানাপোড়েনে জড়িয়েছে। ইসলামাবাদ অভিযোগ করেছে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। এ বিষয়ে তালেবান সরকারকে কঠোর ব্যবস্থা নিতে বলে পাকিস্তান। তবে আফগান তালেবান এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানি ‘জঙ্গিদের’ আশ্রয় তারা দেয় না।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, পাকিস্তানি বাহিনী প্রথমে আফগান ভূখণ্ডে হামলা চালায়, এতে ১২ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হন এবং ১০০ জনেরও বেশি আহত হন। তিনি দাবি করেন, আফগান বাহিনী পাল্টা জবাব দিয়ে একাধিক পাকিস্তানি পোস্ট দখল করে, সৈন্য হত্যা করে এবং অস্ত্র ও ট্যাঙ্ক দখলে নেয়।

অন্যদিকে পাকিস্তানি কর্তৃপক্ষ তালেবানকেই সংঘর্ষের জন্য দায়ী করেছে। পাকিস্তানের চামান জেলার আঞ্চলিক প্রশাসক হাবিব উল্লাহ বাঙ্গুলজাই জানান, তালেবান বাহিনী চামান সীমান্তের কাছে পাকিস্তানি পোস্টে হামলা চালায়। প্রায় পাঁচ ঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি চলে। পরে পাকিস্তানি বাহিনী হামলা প্রতিহত করতে সক্ষম হয় বলে দাবি করেন তিনি।

সীমান্তের এই পুনরায় উত্তেজনা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে বলে বিশ্লেষকদের ধারণা।

এমবি এইচআর