অভিযোগ আসছে ভোটারদের আঙুলের কালি মুছে যাচ্ছে : চাকসু ছাত্রদলের ভিপি প্রার্থী

Oct 15, 2025 - 11:13
 0  2
অভিযোগ আসছে ভোটারদের আঙুলের কালি মুছে যাচ্ছে : চাকসু ছাত্রদলের ভিপি প্রার্থী

মেঘনাবার্তা প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শুরুর পরই অনিয়মের অভিযোগ তুলেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। তিনি জানিয়েছেন, অমোচনীয় কালি ব্যবহারের কথা থাকলেও ভোট প্রদানের পর অনেক ভোটারের আঙুলের কালি মুছে যাচ্ছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন কেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমাদের কাছে বেশ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছেন—ভোট দেওয়ার কিছুক্ষণ পরই আঙুলের কালি মিলিয়ে যাচ্ছে। নতুন কলা অনুষদের কয়েকজন ভোটারও একই অভিযোগ তুলেছেন। আমরা তাদের ভিডিও করে রাখার পরামর্শ দিয়েছি এবং বিষয়টি নির্বাচন কমিশনকে জানাব।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর পর অনুষ্ঠিত এই চাকসু ও হল সংসদ নির্বাচনে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। ১৯৯০ সালের পর এটিই প্রথম এমন নির্বাচন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের ২৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর ১৪টি হল ও একটি হোস্টেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৮ জন। প্রতিটি ভোটারকে গড়ে প্রতি ১৫ সেকেন্ডে একটি করে ভোট দিতে হচ্ছে।

বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ওএমআর পদ্ধতিতে গণনা শুরু হবে। হল সংসদের ফলাফল কেন্দ্রেই ঘোষণা করা হবে, আর কেন্দ্রীয় সংসদের ফল প্রকাশ করা হবে ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে।

এমবি/এসআর