‘পয়জন বেবি’ নিয়ে হাজির মালাইকা, সঙ্গে রাশমিকাও

মেঘনাবার্তা বিনোদন: রাশমিকা মান্দানা অভিনীত ‘থাম্মা’ সিনেমার আইটেম গান ‘পয়জন বেবি’ অন্তর্জালে মুক্তি পেয়েছে। গান ভিডিওতে ৫২ বছর বয়সী মালাইকা আরোরা উদ্যাম নাচে মাতাতে দেখা গিয়েছে। রাশমিকাও ডান্স ফ্লোরে যোগ দিয়েছেন, তবে নেটিজেনদের মতে মালাইকা তার পারফরম্যান্সে এগিয়ে রয়েছেন।
গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, কণ্ঠ দিয়েছেন জেসমিন স্যান্ডলাস, শচীন-জিগর ও দিব্যা কুমার। ভিডিও প্রকাশের পরই সামাজিক মাধ্যমে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। একজন নেটিজেন মন্তব্য করেছেন, “রাশমিকা এবং মালাইকা আরোরার নাচ ফাটাফাটি, তবে মালাইকা এগিয়ে রয়েছেন।”
আদিত্য সরপোদ্দার পরিচালিত ‘থাম্মা’ হলো ম্যাডকের হরর-কমেডি ইউনিভার্সের পঞ্চম কিস্তি। ছবিটি ২১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এমবি/এসআর