পাওরি গার্ল থেকে সফল অভিনেত্রী: কে এই দানানির মোবিন

মেঘনাবার্তা বিনোদন: মাত্র তিনটি সংলাপ—‘ইয়ে হামারি কার হ্যায়’, ‘অউর ইয়ে হাম হ্যায়’ এবং ‘ইয়ে হামারি পাওরি হো রহি হ্যায়’—দিয়ে রাতারাতি ভাইরাল হয়ে ‘পাওরি গার্ল’ হিসেবে পরিচিতি পান দানানির মোবিন। ২০০১ সালের ২৭ ডিসেম্বর পাকিস্তানের পেশওয়ারে জন্ম নেওয়া এই তরুণী এখন শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, ছোট পর্দার এক সফল অভিনেত্রী হিসেবেও পরিচিত।
২০২১ সালে ভাইরাল হওয়া ভিডিওটি পাকিস্তান ছাড়িয়ে ভারতসহ অন্যান্য দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এরপরই দানানির অভিনয়ে পা রাখেন। সামরিক থিমভিত্তিক সিরিজ ‘সিনফ-ই-আহান’-এ সহ-অভিনেত্রী হিসেবে অভিনয় করে তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ড জিতে নিজের মেধার পরিচয় দেন।
২০২৩ সালে এমডি প্রোডাকশনসের রোমান্টিক ড্রামা সিরিজ ‘মুহাব্বত গুমশুদা মেরি’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। পরের বছর ‘ভেরি ফিল্মি’ ও ‘মিম সে মোহাব্বত’-এ অভিনয় করে পাকিস্তান ছাড়িয়ে বাংলাদেশেও জনপ্রিয়তা পান।
ফ্যাশন, মেকআপ ও মানসিক স্বাস্থ্য বিষয়ে নিয়মিত ভিডিও পোস্ট করে দানানির আজ এক সফল সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে নিজের অবস্থান মজবুত করেছেন।
এমবি/এসআর