ইন্দোনেশিয়ায় মাউন্ট লেওটোবির ভয়াবহ অগ্নুৎপাত, সতর্কতার মাত্রা সর্বোচ্চে

ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে অবস্থিত মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্নুৎপাত ঘটেছে। এতে আগ্নেয় ছাই প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত আকাশে উঠে যায় বলে জানিয়েছে দেশটির ভূতাত্ত্বিক সংস্থা।

Oct 15, 2025 - 13:18
 0  2
ইন্দোনেশিয়ায় মাউন্ট লেওটোবির ভয়াবহ অগ্নুৎপাত, সতর্কতার মাত্রা সর্বোচ্চে
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে অবস্থিত মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্নুৎপাত ঘটেছে। এতে আগ্নেয় ছাই প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত আকাশে উঠে যায় বলে জানিয়েছে দেশটির ভূতাত্ত্বিক সংস্থা। পরিস্থিতির অবনতি বিবেচনায় অগ্নেয়গিরির সতর্কতার মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে।

ভূতাত্ত্বিক সংস্থা জানায়, স্থানীয় সময় বুধবার (১৫ অক্টোবর) ভোরে প্রথম অগ্নুৎপাত শুরু হয়, যা নয় মিনিট স্থায়ী ছিল। পরে সকাল ৯টা ২১ মিনিটে আরও একটি অগ্নুৎপাত ঘটে, তখন ছাই ছড়ায় প্রায় ৮ কিলোমিটার উচ্চতায় এবং তা তিন মিনিট স্থায়ী হয়।

সংস্থার প্রধান মুহাম্মদ ওয়াফিদ জানিয়েছেন, সোমবার থেকেই আগ্নেয়গিরির কার্যক্রম নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় মঙ্গলবার রাতেই সতর্কতার মাত্রা বাড়ানো হয়। তিনি জানিয়েছেন, ভারী বৃষ্টিপাত হলে আগ্নেয় কাদার স্রোতের ঝুঁকি রয়েছে এবং আশপাশের ছয় থেকে সাত কিলোমিটার এলাকাজুড়ে বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা অ্যাভেলিনা মানগোটা হাল্লান জানান, আশপাশের গ্রামগুলো থেকে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গত বছরের নভেম্বরে একই আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ১০ জনের মৃত্যু হয়েছিল এবং হাজারো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই স্থানীয়রা এবারে আরও সতর্ক।

অগ্নেয় ছাইয়ের প্রভাবে পূর্ব নুসা তেঙ্গারার মৌমেরে এলাকার ফ্রান্সিসকাস জাভেরিয়াস সেদা বিমানবন্দর বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। তবে বালির বিমানবন্দর কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ায় বর্তমানে ১২০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। প্রশান্ত মহাসাগরের "রিং অব ফায়ার" এলাকায় অবস্থানের কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে।

এমবি এইচআর