নরসিংদীতে প্রিজন ভ্যানে তোলার সময় হাতকড়া খুলে পালালেন আসামি

নরসিংদীতে আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়েছেন এক আসামি।

Oct 15, 2025 - 13:46
 0  2
নরসিংদীতে প্রিজন ভ্যানে তোলার সময় হাতকড়া খুলে পালালেন আসামি

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
নরসিংদীতে আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়েছেন এক আসামি। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে নরসিংদী আদালত চত্বরে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামির নাম সাগর (৩২), তিনি রায়পুরা উপজেলার শ্রীরামপুর এলাকার ফিরোজ মিয়ার ছেলে।

রায়পুরা থানার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডাকাতির প্রস্তুতির একটি মামলার প্রধান আসামি সাগরকে সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সন্ধ্যায় অন্য আসামিদের সঙ্গে প্রিজন ভ্যানে তোলার সময় হাতকড়া খুলে সাগর পালিয়ে যান।

জানা গেছে, সাগর এর আগে তিন দফায় জামিনে মুক্ত ছিলেন, তবে নিয়মিত হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সর্বশেষ তাঁকে আবারও গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে এ ঘটনার জন্ম দেয়।

আদালত ও থানা–পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া আসামিকে ধরতে জেলা ও থানা পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

— এমবি/টিআই