পুয়ের্তো রিকোকে ৬-০ ব্যবধানে হারিয়ে আর্জেন্টিনার জয়

মেঘনাবার্তা স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোর বিপক্ষে গোলের বন্যা বইয়ে দিয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১৫ অক্টোবর) সকালে অনুষ্ঠিত ম্যাচে ৬-০ ব্যবধানে জয় পেয়েছে লিওনেল মেসির দল। জোড়া গোল করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লাউতারো মার্তিনেজ।
ফিফা র্যাংকিংয়ে আর্জেন্টিনা যেখানে ৩ নম্বরে, সেখানে পুয়ের্তো রিকো অনেক নিচে, ১৫৫তম স্থানে। মাঠেও প্রতিফলন ঘটেছে সেই ব্যবধানের—পুরো ম্যাচজুড়ে একচ্ছত্র আধিপত্য ছিল আলবিসেলেস্তেদের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে আর্জেন্টিনা। ১৪তম মিনিটে মেসির শট ক্রসবারে ফিরলে রিবাউন্ডে হেডে গোল করেন অ্যালিস্টার। ২৩ মিনিটে মন্টিয়েল মেসির দারুণ অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির আগে আবারও গোল করে নিজের জোড়া পূর্ণ করেন অ্যালিস্টার, ৩-০ লিডে বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধেও থামেনি গোলবন্যা। ৬৪ মিনিটে গঞ্জালেসের শট ডিফেন্ডারের পায়ে লেগে দিক বদলে জালে জড়ায়। এরপর ৭০ ও ৮৩ মিনিটে দুটি গোল করে লাউতারো মার্তিনেজ নিশ্চিত করেন ৬-০ ব্যবধানের বিশাল জয়।
পুরো ম্যাচে আর্জেন্টিনার বল দখল ছিল ৬৮%, তারা নেয় ২৪টি শট—এর মধ্যে ১১টি ছিল অন টার্গেটে। অন্যদিকে পুয়ের্তো রিকোর সুযোগ ছিল হাতেগোনা কয়েকটি, কিন্তু সেগুলিও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের নিরাপদ হাতে আটকে যায়।
এ জয়ের মাধ্যমে বিশ্বচ্যাম্পিয়নরা প্রীতি ম্যাচেও দেখাল নিজেদের আগ্রাসী ছন্দ, যা আসন্ন কোপা আমেরিকা ও বিশ্বকাপ বাছাইয়ের জন্য আত্মবিশ্বাস যোগাবে দলকে।
এমবি/এসআর