মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেবে বিএনপি ও জামায়াত

মেঘনাবার্তা প্রতিনিধি: রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “এই ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে, অথচ এর কারণ খুঁজে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কর্তৃপক্ষের অবহেলা আর নজরদারির অভাবেই এমন মর্মান্তিক ঘটনা ঘটছে।”
রিজভী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে গভীর শোক প্রকাশ করেছেন।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেন, ঘটনাস্থল পরিদর্শনের পর।
এর আগে মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে রূপনগরের ওই এলাকায় গার্মেন্টসের প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে যোগ দেয় আরও ১২টি ইউনিট। রাত পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যু নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
এমবি/এসআর