হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত
চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা অপি দাশ (২৫) নিহত হয়েছেন।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা অপি দাশ (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক ছাত্রদলকর্মী মো. তামিম, যিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাট দাতারাম সড়কে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক তরুণকে গ্রেপ্তার করেছে।
নিহত অপি দাশ ছিলেন চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং বিএনপি নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের অনুসারী। তার বাড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বণিকপাড়া এলাকায়, তিনি মিন্টু দাশের ছেলে।
পুলিশ জানায়, রাতের দিকে দুর্বৃত্তরা অপি দাশ ও তামিমের ওপর অতর্কিতে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন অপি দাশ। স্থানীয়রা আহত তামিমকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মনজুর কাদের ভূঁইয়া) বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা নিহতের সমবয়সী। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের শনাক্তে অভিযান চলছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত অপির সহকর্মীরা হত্যার বিচার দাবি করেছেন।
— এমবি/টিআই