তরুণ প্রতিভার খোঁজে ‘মেসি কাপ’ নামে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন মেসি

Oct 15, 2025 - 16:42
Oct 15, 2025 - 16:43
 0  2
তরুণ প্রতিভার খোঁজে ‘মেসি কাপ’ নামে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন মেসি

মেঘনাবার্তা প্রতিনিধি: এক সময় এক টুকরো ন্যাপকিনে স্বাক্ষর করে ফুটবলের ইতিহাস বদলে দিয়েছিলেন বার্সেলোনা ও আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। এবার ভবিষ্যৎ প্রজন্মের ফুটবল তারকাদের জন্য নিজেই আয়োজন করলেন একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট—‘মেসি কাপ’।

মেসির প্রডাকশন কোম্পানি ‘৫২৫ রোজারিও’ এই টুর্নামেন্টের আয়োজক প্রতিষ্ঠান। ৮টি বিশ্বখ্যাত ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল নিয়ে ৯ ডিসেম্বর শুরু হয়ে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। সব ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির ঘরের মাঠ চেস স্টেডিয়ামে।

মেসির ভাষায়,“এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং খেলা, সংস্কৃতি ও আনন্দের এক উৎসব—যেখানে আগামী প্রজন্মের ফুটবল উদযাপন করা হবে।”

অংশগ্রহণকারী দলসমূহ:
ইন্টার মিয়ামি, বার্সেলোনা, রিভার প্লেট, চেলসি, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, নিউওয়েলস ওল্ড বয়েজ ও ম্যানচেস্টার সিটি।

দলগুলো দুই গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড-রবিন ফরম্যাটে খেলবে। মোট ম্যাচ হবে ১৮টি। তবে ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে কি না—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আয়োজক কমিটি।

ফুটবল বিশ্লেষকদের মতে, মেসির এই উদ্যোগ ভবিষ্যতের তরুণ ফুটবলারদের জন্য নতুন অনুপ্রেরণা হবে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে মন্তব্য করেছে,“যে ন্যাপকিন এক প্রতিভাকে গড়ে তুলেছিল, এখন সেই প্রতিভা নতুন প্রজন্মের জন্য সুযোগের দরজা খুলছে।”

মেসি কাপের মাধ্যমে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আইকন এবার হয়ে উঠলেন নতুন প্রতিভা গড়ার কারিগর।

এমবি/এসআর