লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে নির্বাচনে যাবে জাতীয় পার্টি: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে আগামী নির্বাচনে যাবে জাতীয় পার্টি। আমরা অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই।”

Oct 15, 2025 - 18:49
 0  2
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে নির্বাচনে যাবে জাতীয় পার্টি: জি এম কাদের
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে আগামী নির্বাচনে যাবে জাতীয় পার্টি। আমরা অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই।”

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় অবস্থান নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জি এম কাদের বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন। তিনি বলেন, “বর্তমান সরকার নিরপেক্ষ নয়, তাই সরকার পরিবর্তন প্রয়োজন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে তিন মাসের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার। সরকার যত দ্রুত বিদায় নেবে, দেশের জন্য ততই মঙ্গল।”

তিনি আরও বলেন, “শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার প্রচলন আছে। কিন্তু যদি অশান্তিতে নোবেল থাকতো, তবে নিশ্চিতভাবে বাংলাদেশই তা পেত।”

গত ১১ অক্টোবর কাকরাইল অফিসের সামনে জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশের বাধা প্রসঙ্গে জি এম কাদের বলেন, “কোনো উসকানি ছাড়াই পুলিশ জল-কামান, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করে সমাবেশে হামলা চালায়। পরে টিয়ারগ্যাস নিক্ষেপ করে আমাদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এটি সরকারের পক্ষপাতমূলক আচরণেরই প্রতিফলন।”

তিনি অভিযোগ করেন, সরকারের এমন কর্মকাণ্ড নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগের পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করে না। “এই সরকার নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে অনিচ্ছুক—এটাই এর প্রমাণ,” বলেন জি এম কাদের।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, ইঞ্জিনিয়ার মাইনুল রাব্বি চৌধুরী ও দপ্তর সম্পাদক মাহমুদ আলম প্রমুখ।

এমবি এইচআর