কুমিল্লায় ৫২ পাসপোর্টসহ মানবপাচারকারী গ্রেপ্তার

Aug 20, 2025 - 13:27
 0  3
কুমিল্লায় ৫২ পাসপোর্টসহ মানবপাচারকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরের বিশেষ অভিযান চালিয়ে সাজেদুল ইসলাম (৩৫) নামে এক মানবপাচারকারী ও পাসপোর্ট দালালকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে ৫২টি পাসপোর্ট, ৩টি অ্যানড্রয়েড মোবাইল সেট ও বাটন মোবাইল সেট ১টি জব্দ করা হয়।

বুধবার (২০ আগস্ট) সকালে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।    

গ্রেপ্তার সাজেদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার হালিমানগর নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।

তার বিরুদ্ধে চুরি ও চাঁদাবাজির ঘটনায় আগেরও দুটি মামলা রয়েছে।  

ওসি মহিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে ৫২টি পাসপোর্ট, ৩টি অ্যানড্রয়েড মোবাইল সেট ও বাটন মোবাইল সেট ১টি জব্দ করা হয়। তার বিরুদ্ধে মানবপাচার, পাসপোর্ট জালিয়াতি, চুরি, চাঁদাবাজি, অপহরণ এবং অস্ত্র রাখাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

চুরি ও চাঁদাবাজির ঘটনায় কোতোয়ালি থানায় দুটি মামলা রয়েছে।  

এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।

এমবি/এসআর