বিসিবি সভাপতি বুলবুল নির্বাচনে অংশ না নিতে ফোনকলে হুমকি পেলেন

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আগে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ফোন করে অজ্ঞাতপরিচয় একজন নির্বাচনে অংশ না নেওয়ার হুমকি দিয়েছেন।

Sep 5, 2025 - 12:16
 0  2
বিসিবি সভাপতি বুলবুল নির্বাচনে অংশ না নিতে ফোনকলে হুমকি পেলেন
ছবি, সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আগে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ফোন করে অজ্ঞাতপরিচয় একজন নির্বাচনে অংশ না নেওয়ার হুমকি দিয়েছেন।

বুলবুল বলেন, ওই ব্যক্তি তাকে সতর্ক করে বলেন, ‘ভাল হবে যদি নির্বাচনে অংশ না নেন।’

ঘটনার পর বুলবুল আতঙ্কিত হয়ে পড়েন এবং নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। এ কারণে তিনি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠির মাধ্যমে নিরাপত্তাকর্মী দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

বিসিবি নির্বাচনের আগে এমন হুমকির ঘটনায় খেলাধুলার অঙ্গন ও সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন—বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে যারা ইতিবাচক পরিবর্তন আনতে চান, তাদের কি এভাবেই ভয়ভীতি প্রদর্শন করে পিছিয়ে দেওয়া হবে?

এর আগে চলতি বছরের ৩০-এ মে বিসিবি সভাপতির দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল।

এমবি এইচআর