গাইবান্ধায় বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নববধূ

Aug 30, 2025 - 22:22
 0  4
গাইবান্ধায় বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নববধূ

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাসর রাতে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী আশাদুল ইসলাম ওরফে আসিফ মিয়াসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে সাঘাটা উপজেলায় এ ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাহাদ আল আসাদ বলেন, গত ২৯ আগস্ট দুপুর ২টার দিকে ওই নারী আরও দুজন নারীর সঙ্গে হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা নিতে আসা ওই নারীর শরীরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৭ আগস্ট সাঘাটা উপজেলার বাসিন্দা আসিফের সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার ১৮ বছর বয়সী ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়। বিয়ের পর স্বামী আসিফ মিয়া স্ত্রীকে নিয়ে বাড়িতে যান। পরদিন রাতে ওই নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, বুধবার শেষ রাতে বিয়ে শেষে বউ নিয়ে বাড়িতে যান আসিফ। বৃহস্পতিবার রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই মেয়ে। শুক্রবার দুপুরে ওই মেয়ে অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

সাঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আসিফ মিয়াসহ সাতজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। প্রকৃত ঘটনা কী তা তদন্ত শেষে জানা যাবে। আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

এমবি/এসআর