নিখোঁজের ১৫ দিন পর মরুভূমিতে মিলল সবুজের মরদেহ
সৌদি আরবে নিখোঁজের ১৫ দিন পর মরুভূমির নির্জন এলাকায় পাথর চাপা অবস্থায় মাদারীপুরের শিবচরের যুবক সবুজ মাতুব্বরের (২৫) মরদেহ উদ্ধার করেছে সৌদি পুলিশ।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সৌদি আরবে নিখোঁজের ১৫ দিন পর মরুভূমির নির্জন এলাকায় পাথর চাপা অবস্থায় মাদারীপুরের শিবচরের যুবক সবুজ মাতুব্বরের (২৫) মরদেহ উদ্ধার করেছে সৌদি পুলিশ।
গত সোমবার (১৪ অক্টোবর) সৌদি আরবের আল কাসিম মরুভূমি এলাকায় এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত সবুজের ব্যবহৃত পোশাক দেখে স্থানীয় প্রবাসীরা মরদেহটি শনাক্ত করেন।
সবুজ মাদারীপুরের শিবচর উপজেলার মানিকপুর গ্রামের ভ্যানচালক জলিল মাতুব্বরের একমাত্র ছেলে। ভাগ্য পরিবর্তনের আশায় ধার-দেনা করে এক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তিনি। সেখানে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন।
পরিবার জানায়, গত ২৯ সেপ্টেম্বর বাবার সঙ্গে সবুজের সর্বশেষ কথা হয়। তখন তিনি দেশে ১০ হাজার টাকা পাঠানোর কথা বলেন। এরপর ১ অক্টোবর টাকা পাঠানোর দিনেও যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। তারপর থেকে সবুজের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এরপর আল কাসিম এলাকার পাশের একটি মরুভূমির নির্জন স্থানে পাথর চাপা দেওয়া অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করে সৌদি পুলিশ। পরবর্তীতে প্রবাসী বাংলাদেশিরা পোশাক ও চেহারা দেখে মরদেহটি সবুজের বলে শনাক্ত করেন।
নিহতের পরিবার জানায়, “অসহায় পরিবারের পক্ষে সৌদি থেকে মরদেহ দেশে আনা সম্ভব নয়। তাই সরকারের কাছে আমাদের আবেদন, যেন সরকারি খরচে দ্রুত মরদেহ দেশে আনা হয় এবং ঘটনার রহস্য উদ্ঘাটন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।”
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পরিবার এখনো আমাদের আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে উপজেলা প্রশাসন হতদরিদ্র পরিবারটির পাশে থাকবে।”
— এমবি/টিআই