ইলিশ রক্ষা অভিযানে গিয়ে অস্ত্র খোয়ালেন আনসার সদস্য
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মা ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গানম্যানের শটগান নদীতে তলিয়ে গেছে।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মা ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গানম্যানের শটগান নদীতে তলিয়ে গেছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার উমারপুর ইউনিয়নের বাউশা এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী আনসার সদস্যের নাম তাবিউর রহমান রায়হান, যিনি ইউএনও মোস্তাফিজুর রহমানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, “মা ইলিশ রক্ষায় যমুনা নদীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। সোমবার সকালে বাউশা এলাকায় অভিযান চলাকালে হঠাৎ স্পিডবোটটি উল্টে যায়। এতে আমি, আমার গানম্যান তাবিউর রহমান ও চালক নদীতে পড়ে যাই। পরে পাশের একটি নৌকা আমাদের উদ্ধার করে।”
তিনি আরও বলেন, “আমরা সবাই নিরাপদে উঠতে পারলেও তাবিউরের হাতে থাকা শটগানটি স্রোতের মধ্যে তলিয়ে যায়। এ ঘটনায় আমার পায়ে সামান্য আঘাত পেয়েছি। অস্ত্র উদ্ধারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা উদ্ধার অভিযান শুরু করে।”
এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার রবিউল ইসলাম জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করি। তবে নদীতে তীব্র স্রোত ও গভীরতা থাকায় অভিযান পরিচালনায় বিঘ্ন ঘটছে। অস্ত্র উদ্ধারে দুদিন ধরে চেষ্টা চলছে, এখনো পাওয়া যায়নি।”
এদিকে সিরাজগঞ্জ জেলা আনসার কমান্ড্যান্ট চন্দন দেবনাথ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
— এমবি/টিআই