জয়পুরহাটে দিনদুপুরে চাকরিজীবী দম্পতির বাড়ির তালা ভেঙে টাকা-স্বর্ণালংকার চুরি
জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরে দিনদুপুরে এক চাকরিজীবী দম্পতির বাসায় চুরির ঘটনা ঘটেছে।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরে দিনদুপুরে এক চাকরিজীবী দম্পতির বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ভবনের ছাদ দিয়ে ঢুকে তিনটি কক্ষের তালা ভেঙে টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় আট লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনের বেলায় পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের হাজিপাড়া মহল্লায়।
ভুক্তভোগী শিউলী পারভীন, বদলগাছী উপজেলার ঝাড়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর স্বামী রায়হান উদ্দীন, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির দুপচাঁচিয়া কার্যালয়ের লাইনম্যান।
শিউলী পারভীন জানান, প্রতিদিনের মতো সকাল সাড়ে আটটার দিকে বাসায় তালা দিয়ে স্কুলে যান। বিকেলে ফিরে এসে দেখেন, তিনটি ঘরের তালা ভাঙা ও দরজা খোলা। আলমারি ও ড্রয়ার তছনছ করা। ভেতরে থাকা ২৪ হাজার টাকা ও পৌনে চার ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।
তিনি বলেন, “বিকেলে বাসায় ফিরে দেখি সবকিছু ওলটপালট। আলমারির তালা ভাঙা। নগদ টাকা আর স্বর্ণালংকার কিছুই নেই। পরে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”
স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী শাহিনুর ইসলাম বলেন, “সম্প্রতি পৌর এলাকায় চুরির ঘটনা বেড়েছে। এবার দিনদুপুরে শিক্ষক দম্পতির বাসায় এমন ঘটনা সত্যিই উদ্বেগজনক। চোরদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।”
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
— এমবি/টিআই