আজকের আবহাওয়া পূর্বাভাস

Oct 15, 2025 - 10:09
 0  2
আজকের আবহাওয়া পূর্বাভাস

মেঘনাবার্তা প্রতিনিধি: আজ বুধবার (১৫ অক্টোবর) ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের তাপমাত্রায় কোনো পরিবর্তন হবে না এবং বৃষ্টিরও সম্ভাবনা নেই।

সকালের দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এ সময়ের মধ্যে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬–১০ কিলোমিটার বেগে হাওয়া প্রবাহিত হতে পারে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

দেশের সামগ্রিক পূর্বাভাস অনুযায়ী, আজ চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকবে।

এমবি/এসআর