পাকিস্তানে বিএনপির সমাবেশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার সন্ধ্যায় ব্যস্ততম সারিয়াব এলাকায় বিস্ফোরণটি ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
কোয়েটার সিভিল হাসপাতালের একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘এ হামলার ঘটনায় আমরা এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।’
এদিকে, আল জাজিরার খবরে বলা হয়, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশকে লক্ষ্য করে ওই আত্মঘাতী বোমা হামলা হয়েছে।
মঙ্গলবার সরকারি কর্মকর্তা হামজা শাফায়াত রয়টার্স বার্তা সংস্থাকে বলেন, ‘আমাদের কাছে যে প্রতিবেদন রয়েছে তাতে বলা হয়েছে যে, সমাবেশ থেকে লোকজন বেরিয়ে আসার সময় একটি পার্কিং এরিয়ায় বোমাটি বিস্ফোরিত হয়েছে।’
বেলুচিস্তান প্রদেশের বেলুচিস্তান ন্যাশনাল পার্টি, বিএনপি -এম-এর শত শত কর্মী দলের প্রতিষ্ঠাতা সরদার আতাউল্লাহ মেঙ্গলের মৃত্যুবার্ষিকী পালন করতে কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এক বিবৃতিতে এই বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটিকে নিরীহ মানুষের উপর কাপুরুষোচিত আক্রমণ বলে অভিহিত করেছেন। এ সময় হামলাকারীদের খুঁজে বের করে শাস্তি দেয়ার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী।