ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

Aug 10, 2025 - 11:31
 0  5
ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের নড়িয়ায় ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে স্থানীয়রা। এ সময় এক যুবককেও আটক করা হয়। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নড়িয়া পৌরসভার ঢালীপাড়া মাঝিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক পুলিশ সদস্যের নাম আল আমিন দিপু, তিনি নড়িয়া থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। অপরজনের নাম আসাদ হোসেন (১৮), তিনি নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, তাদের চলাফেরা দেখে সন্দেহ হয়। পরে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্যা বলেন, কনস্টেবল আল আমিন দিপুকে রাতেই প্রত্যাহার করে শরীয়তপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।

এমবি/এসআর