শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা
শরীয়তপুরের নড়িয়ায় ঢাকা-শরীয়তপুর সড়কের মাঝিরহাট এলাকায় গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছে একদল মুখোশধারী নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের নড়িয়ায় ঢাকা-শরীয়তপুর সড়কের মাঝিরহাট এলাকায় গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছে একদল মুখোশধারী নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের’ নামে হরতাল সফল করার স্লোগান দিতে থাকে।
গতকাল শনিবার (১৯ জুলাই) রাত ১১টার দিকে গভীর রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ওই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ দলটিকে ধাওয়া দিয়ে সরিয়ে দেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতাকর্মীরা জানান, গতকাল শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ১০-১২টি মোটরসাইকেলযোগে একটি দল নড়িয়ার নশাসন ইউনিয়নের মাঝিরহাট এলাকায় গিয়ে সড়কে গাছ ফেলে এবং পাটকাঠি, টায়ারে আগুন জ্বালিয়ে আতঙ্ক ছড়ায়। তারা শেখ হাসিনা, শেখ মুজিব, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নামে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং হরতাল সফল করার আহ্বান জানায়।
ওই ঘটনার একটি ভিডিও পরে ‘শরীয়তপুর জেলা ছাত্রলীগ’ ও ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামের ফেসবুক পেজে ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়লে রাত ১২টার দিকে বিএনপি ও স্থানীয়দের সমন্বয়ে গঠিত একটি দল দ্রুত সেখানে উপস্থিত হয়ে দুর্বৃত্তদের ধাওয়া দেয় এবং অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শী বাদশা হাওলাদার বলেন, ‘আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম মাঝিরহাট দিয়ে। তখন বাজে আনুমানিক রাত ১১টা ৪৫ থেকে ৫০ হবে। হঠাৎ সামনে আগুনের শিখা আর রাস্তায় গাছ পড়ে থাকতে দেখি।
এমবি/এইচআর