বিএনপির সমাবেশস্থলে দূর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক

শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির পূর্বঘোষিত সমাবেশস্থলের কাছাকাছি এলাকায় একাধিক হাতবোমা (ককটেল) বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

Jul 20, 2025 - 18:31
 0  2
বিএনপির সমাবেশস্থলে দূর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক
ছবি-সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির পূর্বঘোষিত সমাবেশস্থলের কাছাকাছি এলাকায় একাধিক হাতবোমা (ককটেল) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২০ জুলাই) সকালে পৌরসভার মাদবরবাজার এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টুর নেতৃত্বে একটি অংশ ওই এলাকায় সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলেন। পরে দুপুরের দিকে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

পুলিশ, স্থানীয় বিএনপি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে বিএনপির পূর্বঘোষিত সমাবেশ হওয়ার কথা থাকলেও তার আগে সকালে সমাবেশস্থলের পাশেই পরপর দুই দফা বিস্ফোরণ ঘটে। কে বা কারা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ঘটনার পরপরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত কয়েকটি ককটেলের আলামত উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। পরে দুপুর ১টার দিকে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে জানতে চাইলে নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রয়েল মাঝি জানান, তিনি এ ব্যাপারে অবগত নয়। 

তবে নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার খান  বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করতেই পরিকল্পিতভাবে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এ ঘটনার সঙ্গে যারা জড়িত, আমরা তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিস্ফোরণের উৎস ও দায়ীদের খুঁজে বের করতে তদন্ত চলছে। 

তিনি বলেন, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে কর্মসূচি পালনে কোনো বিঘ্ন ঘটেনি।

এমবি/এইচআর