বিলের মধ্যে মিলল অস্ত্র তৈরির কারখানা

পাবনার আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের চতরা বিলের ভেতরে ময়েজ বাহিনীর গোপন আস্তানায় তৈরি হতো আগ্নেয়াস্ত্র। এসব অস্ত্র ব্যবহার হতো চাঁদাবাজি ও ডাকাতিসহ নানা অপরাধ কার্যক্রমে।

Aug 19, 2025 - 16:28
 0  2
বিলের মধ্যে মিলল অস্ত্র তৈরির কারখানা
ছবি-সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: পাবনার আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের চতরা বিলের ভেতরে ময়েজ বাহিনীর গোপন আস্তানায় তৈরি হতো আগ্নেয়াস্ত্র। এসব অস্ত্র ব্যবহার হতো চাঁদাবাজি ও ডাকাতিসহ নানা অপরাধ কার্যক্রমে। এমনই একটি অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। 

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা রাতে ওই আস্তানায় অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ।

উদ্ধার করা হয়েছে কয়েকটি আগ্নেয়াস্ত্র।

পুলিশ জানায়, চতরা বিলের দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরেই ময়েজ বাহিনীর তৎপরতা চলছিল। দিনের বেলায় তেমন দেখা না গেলেও রাতে তারা অস্ত্রসহ মহড়া দিতো। বিভিন্ন সময় এই বাহিনী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

এতে আতঙ্কিত ছিল এলাকাবাসী। সোমবার সন্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। এসময় বিলের মধ্যে লুকানো ঘাঁটি থেকে অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গানপাউডারের মতো উপকরণসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। 

এ ঘটনায় মনির ও রেজাউল নামের দুজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়ভাবে সংগঠিত ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ। তবে এর পেছনে আরো বড় কোনো নেটওয়ার্ক জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা রাতে অভিযান চালানো হয়। এসময় কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকেই একজনকে আটক করা হয় এবং ওই অস্ত্র তৈরির কারখানার সরঞ্জাম জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে আরেকজনকে আটক করা হয়।

এসময় কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে কাজ এখনো চলমান। পরে আরো বিস্তারিত জানাতে পারব।’
এমবি এইচআর