র্যাঙ্কিংয়ের ৫২তম দল স্লোভাকিয়ার কাছে ২ গোল খেয়ে হারলো জার্মানি
চারবারের বিশ্বকাপজয়ী জার্মানি হুংকার ছেড়েছিল ২০২৬ বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধারের। কোচ ইউলিয়ান নাগেলসমানের সে কথাটার এক দিনও পেরোয়নি, তার দল হেরে বসেছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০ এও না থাকা দল স্লোভাকিয়ার কাছে।

নিজস্ব প্রতিবেদক: চারবারের বিশ্বকাপজয়ী জার্মানি হুংকার ছেড়েছিল ২০২৬ বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধারের। কোচ ইউলিয়ান নাগেলসমানের সে কথাটার এক দিনও পেরোয়নি, তার দল হেরে বসেছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০ এও না থাকা দল স্লোভাকিয়ার কাছে। তাতে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল।
স্লোভাকিয়ার মাঠে তারা ২-০ গোলে হেরে ইতিহাসও গড়ল বটে। এর আগে কোনোদিন বিশ্বকাপ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচে হারেনি জার্মানি।
এর আগে পর্তুগাল ও ফ্রান্সের বিপক্ষে নেশনস লিগে হেরেছিল তারা। টানা তিন ম্যাচ হেরে এখন সমালোচনার মুখে পড়েছেন কোচ জুলিয়ান নাগেলসমান। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আজ আমাদের খেলায় কোনো আবেগ ছিল না। প্রতিপক্ষ সেদিক থেকে আমাদের থেকে অনেক এগিয়ে ছিল। আমরা বিশ্বকাপে যেতে চাই, কিন্তু আজকের পারফরম্যান্সে আমরা সেই লক্ষ্য থেকে অনেক দূরে ছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমরা জার্মানির সেরা খেলোয়াড়দের দলে নিয়েছি। কিন্তু শুধু মান দিয়ে হবে না। মাঠে সবটুকু দেওয়ার মানসিকতা থাকতে হবে।’
ম্যাচের শুরুতেই সুযোগ পায় স্লোভাকিয়া। ২১ মিনিটে জার্মান গোলরক্ষক অলিভার বাউমান দুর্দান্ত সেভে দলকে বাঁচান। তবে ৪২ মিনিটে ফ্লোরিয়ান ভির্টজ বল হারালে দ্রুত আক্রমণে উঠে ডেভিড হানচকো গোল করেন।
দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক হয় জার্মানি। লিওন গোরেৎস্কা গোলের কাছাকাছি যান। কিন্তু ৫৫ মিনিটে আবারও গোল হজম করে তারা। ডেভিড স্ত্রেলেক দুর্দান্ত শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
টানা দুই বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়া জার্মানি এবারও শুরুতেই ধাক্কা খেল। স্লোভাকিয়া পরের ম্যাচে খেলবে লুক্সেমবার্গের বিপক্ষে। অন্যদিকে জার্মানির প্রতিপক্ষ উত্তর আয়ারল্যান্ড।
এমবি এইচআর