কবে হচ্ছে ২০২৯ ক্লাব বিশ্বকাপ আসর , জানিয়ে দিল ফিফা

Aug 25, 2025 - 11:03
 0  2
কবে হচ্ছে ২০২৯  ক্লাব বিশ্বকাপ আসর , জানিয়ে দিল ফিফা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলের জমজমাট আসর ফিফা ক্লাব বিশ্বকাপের পরবর্তী আসর কবে অনুষ্ঠিত হবে তা জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফা জানিয়েছে, ২০২৯ সালের গ্রীষ্মে হবে ক্লাব বিশ্বকাপের পরবর্তী আসর। ফিফার এই সিদ্ধান্তে কাতারের আয়োজক হওয়ার সম্ভাবনা বলতে গেলে শেষই হয়ে গেল।

মূলত, টুর্নামেন্টের সময়সূচির কারণেই স্বপ্ন ভাঙে কাতারের। কাতারে ক্লাব বিশ্বকাপ হলে গ্রীষ্মের পরিবর্তে তা শীতে সরাতে হতো। এতে ইউরোপীয় লিগগুলোর সঙ্গে সংঘাত তৈরি হওয়ার শঙ্কা ছিল। তাই গ্রীষ্মের আসর কাতারের আশা প্রায় শেষ করে দিয়েছে।

২০২৯ ক্লাব বিশ্বকাপের জন্য এখন পর্যন্ত স্পেন ও মরক্কো আয়োজক হওয়ার দৌড়ে এগিয়ে আছে। ২০৩০ বিশ্বকাপও যৌথভাবে আয়োজন করবে এই দুই দেশ। পর্তুগালও সেই বিশ্বকাপের সহ-আয়োজক হলেও ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে তারা খুব বেশি আগ্রহ প্রকাশ করেনি।

এদিকে খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ফিফা নতুন কাঠামো বিবেচনা করছে। নতুন কাঠামো অনুসারে মূল পর্ব শুরুর আগে এক সপ্তাহের মধ্যে বাছাইপর্ব আয়োজন করা হবে। যেখানে জয়ী দলগুলো মূল টুর্নামেন্টে জায়গা করে নেবে।

সবশেষ আসরে কনকাকাফের প্রতিনিধি নির্ধারণের জন্য শেষ মুহূর্তে লস অ্যাঞ্জেলেস এফসি ও ক্লাব আমেরিকার মধ্যে প্লে-অফ আয়োজন করা হয়েছিল। ভবিষ্যতে এমন জটিলতায় পড়তে চায় না ফিফা।

এমবি/এসআর