সোনাগাজীতে নিখোঁজ স্বেচ্ছাসেবক দল নেতাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার
বৃহস্পতিবার ভোর ৫টায় ফেনী শহরের নাসির মেমোরিয়াল কলেজের যাত্রী ছাউনির ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়।

নিজস্ব প্রতিবেদক: তিন দিন নিখোঁজ থাকার পর ফেনীর সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার ইসলাম তুষারকে উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোর ৫টায় ফেনী শহরের নাসির মেমোরিয়াল কলেজের যাত্রী ছাউনির ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যদের ডেকে তাকে বুঝিয়ে দেয়া হয়েছে। বর্তমানে তিনি ফেনী শহরের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসাধীন।
তুষার পুলিশের কাছে জানিয়েছেন, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে আটকে রাখে এবং বারবার শারীরিক নির্যাতন করে। এ সময় তার বুকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয় এবং গত তিন দিন তাকে কোনো খাবার দেয়া হয়নি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সজল কান্তি দাস জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলমান রয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।’
উল্লেখ্য, এর আগে, গত সোমবার রাতে নিখোঁজ হওয়ার পর তার বড় ভাই ফয়জুল ইসলাম সোনাগাজী মডেল থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
এমবি এইচআর