‘বঙ্গবন্ধু ও ফ্যাসিস্ট হাসিনাকে এক পাল্লায় মাপার’ বিরোধিতা করলো বাংলাদেশ জাসদ

Aug 15, 2025 - 21:56
 0  24
‘বঙ্গবন্ধু ও ফ্যাসিস্ট হাসিনাকে এক পাল্লায় মাপার’ বিরোধিতা করলো বাংলাদেশ জাসদ

নিজস্ব প্রতিবেদক: “শেখ মুজিব মুক্তিযুদ্ধের স্থপতি—এটি একটি অমোঘ ঐতিহাসিক সত্য। দেশ স্বাধীন হওয়ার পর, দেশে ফেরার আগেই তিনি বাংলাদেশে অবস্থানরত ভারতীয় সেনাদের ফেরত পাঠানোর বিষয়ে সুস্পষ্ট অবস্থান নিয়ে তা বাস্তবায়ন করেছিলেন। স্বাধীনতার পর তার শাসন নিয়ে বিতর্ক ও সমালোচনা থাকলেও, তার ভুলত্রুটির খেসারত তিনি ও তার পরিবারকে নির্মম মৃত্যুর মধ্য দিয়েই দিতে হয়েছে। বঙ্গবন্ধুকে বিচার করতে হবে তার সমগ্র জীবন ও সংগ্রামের আলোকে। বাংলাদেশ থাকলে বঙ্গবন্ধু থাকবেন, জয় বাংলা থাকবে।বঙ্গবন্ধু ও ফ্যাসিস্ট হাসিনাকে এক পাল্লায় মাপা হলে ফ্যাসিবাদ আড়ালে যাবার সুযোগ পাবে। ”

সভাপতির বক্তব্যে ডা. মুশতাক হোসেন বলেন—

“যারা স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ও ভূমিকা খাটো করতে চায়, ইতিহাস বিকৃত করতে চায়, তারাই মূলত ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে পুনর্বাসিত করার ক্ষেত্র তৈরী করছে — তারাই ২৪শে’র গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ী গুড়িয়ে দিয়ে আজ সেই বাড়ীর শূন্য যায়গা পাহারা দিতে হচ্ছে। ৩২ নম্বরের বাড়ী গুড়িয়ে দেয়ার ঘটনার তীব্র নিন্দা জানাই। বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির মুক্তির প্রতীক। তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ, গণতন্ত্র ও মুক্তির জন্য আপসহীন ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। গনতন্ত্র, সমতা ও ন্যায় বিচারের দেশ গড়তে ও ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থান রুখতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”

এমবি/এসআর