বগুড়ায় কাভার্ড ভ্যান-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালক ও যাত্রী নিহত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন।

Jul 27, 2025 - 15:48
 0  3
বগুড়ায় কাভার্ড ভ্যান-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালক ও যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও দুই যাত্রী। আজ রোববার দুপুর ১২টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুসহ অটোরিকশার দুই যাত্রী।

নিহত ব্যক্তিরা হলেন, নন্দীগ্রাম উপজেলার কাথম গ্রামের অটোরিকশাচালক আরাফাত হোসেন (২২) ও একই উপজেলার বিশা গ্রামের গ্রামের নজরুল ইসলামের স্ত্রী হাওয়া বেগম (৪৫)। দুর্ঘটনায় আহত দুজনের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সিএনজিচালিত অটোরিকশাটি নন্দীগ্রাম থেকে পাঁচজন যাত্রী নিয়ে বগুড়ার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক আরাফাত হোসেন ও যাত্রী হাওয়া বেগম ঘটনাস্থলেই নিহত হন। শিশুসহ আরও দুই যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা আহত দুজনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মল চন্দ্র মহন্ত বলেন, আহত যাত্রীদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়েছেন। এ বিষয়ে  আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। নিহত দুজনকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এমবি/ টিআই