সুনামগঞ্জের প্রথম শহীদ মিনার ভেঙে স্মারকস্তম্ভ নির্মাণ, সরকারি কলেজের শিক্ষার্থীদের ক্ষোভ-প্রতিবাদ
সুনামগঞ্জ সরকারি কলেজের প্রায় ছয় দশকের পুরোনো শহীদ মিনার ভেঙে ফেলা হচ্ছে, সেখানে নির্মাণ করা হচ্ছে একটি স্মারকস্তম্ভ।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সুনামগঞ্জ সরকারি কলেজের প্রায় ছয় দশকের পুরোনো শহীদ মিনার ভেঙে ফেলা হচ্ছে, সেখানে নির্মাণ করা হচ্ছে একটি স্মারকস্তম্ভ। ঘটনাটি জানাজানির পর কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে।
ভাষা শহীদদের স্মরণে ১৯৬৬ সালে নির্মিত এই শহীদ মিনারটি ছিল জেলার প্রথম স্মারকচিহ্ন। এখন সেখানে “সুনাম ফলক” নামের একটি নতুন স্মারকস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। কলেজ ছাত্রদলের পক্ষ থেকে নির্মাণকাজ বন্ধ ও পুরোনো শহীদ মিনার পুনঃস্থাপনের দাবিতে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার এ বিষয়ে মানববন্ধনের আয়োজন করেছেন প্রাক্তন শিক্ষার্থীরা।
— এমবি/টিআই