নেত্রকোনায় কিশোরী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

নেত্রকোনায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচণা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। একই সঙ্গে তাদের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Jul 28, 2025 - 18:21
 0  2
নেত্রকোনায় কিশোরী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচণা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। একই সঙ্গে তাদের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে নেত্রকোনা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এ কে এম এমদাদুল হক এই রায় দেন। 

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরকোনা গ্রামের কাজল চন্দ্র সরকারের ছেলে অপু চন্দ্র সরকার, আব্দুর গফুরের ছেলে মামুন ও মৃত মিয়াচানের ছেলে সুলতান।

আদালত সূত্রে জানা গেছে, আসামিরা ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের রিকশাচালক লালচান মিয়ার ১৪ বছরের শিশুকন্যা পান্নাকে ডেকে নিয়ে পাশের মাছের খামারের একটি ঘরে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে খামার থেকে শিশুটিকে উদ্ধার করে। পরদিন সকালে শিশু পান্নার ঝুলন্ত মরদেহ পাশের আরেকটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় পান্নার মা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে ২০১৮ সনের ৫ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
এমবি/এসআর