বাদ পড়েছেন নেইমার, আনচেলত্তির দলে নেই ভিনিসিয়ুস-রদ্রিগোও
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ দুটি ম্যাচের জন্য সোমবার রাতে ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে এবারও দলে জায়গা হয়নি ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের।

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ দুটি ম্যাচের জন্য সোমবার রাতে ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে এবারও দলে জায়গা হয়নি ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের।
চোটের কারণে সান্তোস ফরোয়ার্ডকে দলে রাখেননি আনচেলত্তি। বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোও।
সান্তোসের হয়ে নিয়মিত মাঠে নেমে জাতীয় দলে ফেরার অপেক্ষায় ছিলেন নেইমার। কিন্তু গত বৃহস্পতিবার অনুশীলনে ঊরুতে চোট পান ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।
নেইমারের চোট প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘গত সপ্তাহে নেইমার ছোটখাটো ইনজুরিতে পড়েছে।
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে হাঁটুর ইনজুরিতে পড়ার পর আর জাতীয় দলের জার্সি গায়ে ওঠেনি নেইমারের।
এদিকে গত জুলাইয়ে ইংল্যান্ডের এফএ লুকাস পাকেতার বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ তুলে নেওয়ার পর এবারই প্রথম দলে ডাক পেলেন ওয়েস্টহামের এই তারকা মিডফিল্ডার।
আগামী ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল। ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে হবে বাছাইপর্বের শেষ ম্যাচ। যদিও বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
ব্রাজিল স্কোয়াড
গোলকিপার: আলিসন (লিভারপুল), বেন্তো (আল নাসর), হুগো সউজা (করিন্থিয়ান্স)।
ডিফেন্ডার: আলক্সান্দ্রো রিবেইরো (লিল), কাইও হেনরিক (মোনাকো), ডগলাস সান্তোস (জেনিত), অ্যালেক্স সান্দ্রো (ফ্লামেঙ্গো), গ্যাব্রিয়েল মাগালায়েস (আর্সেনাল), ফ্যাব্রিসিও ব্রুনো (ক্রুজেইরো), মারকিনিওস (পিএসজি), ওয়েসলি (রোমা) ও ভ্যান্ডারসন (মোনাকো)।
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস (চেলসি), জোয়েলিংটন (নিউক্যাসল), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড) ও লুকাস পাকেতা (ওয়েস্ট হাম)।
ফরোয়ার্ড: এস্তেভাও (চেলসি), হোয়াও পেদ্রো (চেলসি), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), কাইও হোর্হে (ক্রুজেইরো), ম্যাথিউস কুনিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), লুইস হেনরিক (জেনিত), রাফিনিয়া (বার্সেলোনা) ও রিচার্লিসন (টটেনহাম)।
এমবি এইচআর