চায়ের দোকানে আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

Aug 31, 2025 - 10:04
 0  2
চায়ের দোকানে আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুরে চায়ের দোকানে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ বাজারের ত্রিমোহনী রোডের হবি চিড়ের মিলের সামনে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম (৪০) মোবারকপুর গ্রামের মৃত আজাহার আলী মাস্টারের ছেলে। তিনি মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার রাতে রাজগঞ্জ বাজারের ত্রিমোহনী রোডের হবি চিড়ের মিলের সামনে আতাউরের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আশরাফুল। এ সময় অপরিচিত কিছু লোক তাকে ঘিরে ধরে উপর্যুপরি ছুরিকাঘাত করে। বুকে ছুরিকাঘাত করার কারণে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়ে মারা যান। এরপর দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়।

খবর পেয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। তবে কি কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে; তা এখনো জানা যায়নি। স্থানীয়রাও হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না।

এ বিষয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) কামাল হোসেন বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমবি/এসআর