৩০০ ফিটে কুপিয়ে বাইক ও আইফোন ছিনতাই! ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পার্শ্ববর্তী এলাকা রূপগঞ্জের ৩০০ ফিট সড়কে রাতের আঁধারে ঘটে গেল ভয়াবহ এক ছিনতাইয়ের ঘটনা। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে ভুলতা-গাউছিয়া রোডে এই ঘটনা ঘটে, যেখানে সন্ত্রাসীরা প্রকাশ্যেই এক যুবককে কুপিয়ে তার মোটরসাইকেল ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।
ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন এক যুবক। হঠাৎ পেছন থেকে তিনটি বাইকে আসা একদল দুর্বৃত্ত সামনে এসে তার গতিরোধ করে। এরপর একটি বাইকের পেছন থেকে একজন নেমে হাতে থাকা ধারালো দা নিয়ে আক্রমণে এগিয়ে আসে।
জানা যায়, আহত যুবকের নাম জিসান, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে 'মিক্সার জিসান' নামে পরিচিত। তার বাড়ি কুমিল্লার লালমাই উপজেলার ভুচ্চি বাজার (জামুয়া) গ্রামে।
জানা গেছে, জিসানের সঙ্গে থাকা আরও একজনকে কুপিয়ে আহত করেছে ছিনতাইকারীরা। জিসানের ভাই রিদওয়ান আহমেদ তার ফেসবুক পোস্টে জানান, “গতকাল রাতে ৩০০ ফিট রোডে বাইক চালিয়ে যাচ্ছিল আমার ভাই জিসান। হঠাৎ কয়েকজন ডাকাত তাদের উপর হামলা চালায়। কুপিয়ে গুরুতর আহত করে এবং তাদের আইফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
জিসানের দাবি আরও ভয়াবহ। তার নিজস্ব ফেসবুক পেজ ‘মিক্সার জিসান ভাই’-এ তিনি জানান, ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে অন্তত ৫-৬ রাউন্ড গুলি চালায়। তার নিজের পায়ে কোপানো হয় এবং তার সঙ্গীর মাথায় গুরুতর আঘাত করা হয়। দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল, একটি আইফোন এবং একটি আইপ্যাড ছিনতাই করে নিয়ে যায়। বর্তমানে জিসানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এভাবে রাজধানীর এত কাছের একটি এলাকায় প্রকাশ্যে এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।
এমবি/এসআর