ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে ইসরাইলি অভিনেত্রীর সাহসী বক্তব্য,ভাইরাল স্যোশাল মিডিয়ায়

অভিনেত্রী হান্না আইনবাইন্ডার অবশেষে চারবারের মনোনয়নের পর এবার জয় করলেন হ্যাকস সিরিজে অভিনয়ের জন্য কমেডি সিরিজে সেরা পার্শ্ব অভিনেত্রীর এমি অ্যাওয়ার্ড।

Sep 15, 2025 - 19:11
 0  2
ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে ইসরাইলি অভিনেত্রীর সাহসী বক্তব্য,ভাইরাল স্যোশাল মিডিয়ায়
ছবি-সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক: অভিনেত্রী হান্না আইনবাইন্ডার অবশেষে চারবারের মনোনয়নের পর এবার জয় করলেন হ্যাকস সিরিজে অভিনয়ের জন্য কমেডি সিরিজে সেরা পার্শ্ব অভিনেত্রীর এমি অ্যাওয়ার্ড। ৩০ বছর বয়সী এই তারকা মঞ্চে উঠে বিজয়ী বক্তব্যে বলেন,“Go Birds,....ফ্রি প্যালেস্টাইন।”তার এমন বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
 
এমি জয়ের পর সংবাদ সম্মেলনে হান্না বলেন “একজন ইহুদি মানুষ হিসেবে আমার দায়িত্ব—ইহুদি ধর্ম ও সংস্কৃতিকে ইসরায়েল রাষ্ট্র থেকে আলাদা করে চিহ্নিত করা। আমাদের ধর্ম ও সংস্কৃতি দীর্ঘদিনের ঐতিহ্য, যা এই ধরনের জাতিগোষ্ঠীভিত্তিক রাষ্ট্র থেকে সম্পূর্ণ আলাদা।”
 
সম্প্রতি এমা স্টোন ও মার্ক রাফেলোর মতো হলিউড তারকার সঙ্গে হান্নাও যুক্ত হয়েছেন সেই তালিকায়।  এসময় প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে, তারা এমন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবেন না—যারা প্যালেস্টিনীয়দের বিরুদ্ধে “গণহত্যা ও বর্ণবৈষম্যমূলক কর্মকাণ্ডে” জড়িত।
 
এসময় হান্না আরও বলেন,“বয়কট অনেক আন্দোলনের মতোই কার্যকর হাতিয়ার। 'Film Workers for Palestine Boycott 'কোনো ব্যক্তিকে নয়, কেবলমাত্র প্রতিষ্ঠানকে বয়কট করে, যারা গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত।”তিনি আরও যোগ করেন “আমার কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি আনন্দিত যে এর অংশ হতে পেরেছি।”
 
এদিকে তার এমন বক্তব্যের প্রশংসার করে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন,
“একজন টিভি তারকা গাজার সাধারণ মানুষকে অন্য সবার সমান মানুষ হিসেবে স্বাভাবিকভাবে তুলে ধরছেন—এটা বড় ব্যাপার।” আরেকজন মন্তব্য করেছেন,“তিনি জানেন কতটা চাপের মধ্যে থেকেও এমন কথা বলা কঠিন, তবুও করেছেন। এজন্য তাঁর প্রতি ভীষণ শ্রদ্ধা।”
এমবি এইচআর