বিসিবি নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, আশা তামিমের

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ চান না জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেছেন, নির্বাচনে কোনো পক্ষপাতী থাকবে না, সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না; এটাই আমরা আশা করি।

Sep 21, 2025 - 17:58
 0  2
বিসিবি নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, আশা তামিমের
ছবি-সংগৃহিত

 ‍নিজস্ব প্রতিবেদক: আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ চান না জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেছেন, নির্বাচনে কোনো পক্ষপাতী থাকবে না, সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না; এটাই আমরা আশা করি। 

আজ রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

তামিম বলেন, কিছুদিন আগে আমার সঙ্গে ক্রীড়া উপদেষ্টার দেখা হয়েছিল। তখন তাকে আমি একটা কথা বলেছিলাম, ভাই আপনার থেকে আমি কিছু না; চাই, একটা সুষ্ঠু নির্বাচন হক। এর চেয়ে বেশি কিছু দাবিও করি নাই, চাই-ও নাই। 

এরপর থেকে যা দেখা শুরু করলাম, জেলা বিভাগে, ক্লাবে যা হচ্ছে এটা ঠিক হচ্ছে না। এখানে অনেক হস্তক্ষেপ হচ্ছে সরকারের বিভিন্ন জায়গা থেকে, যোগ করেন তিনি। 

তামিম আরও বলেন, কিছু কিছু এমনও জিনিস ঘটেছে, প্রমাণ দিতে পারবো না। কিছু জিনিস আবার প্রমাণসহ দেওয়া হবে। 

বিসিবির বর্তমান সভাপতিকে নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, বুলবুল ভাই সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নির্বাচন কীভাবে হয়, সেই সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। উনি কিছুই জানেন না। যদি কিছু নাই জেনে থাকেন, সম্প্রতি একটা দেখেছেন আপনারা। যেখানে বলা হয়েছে, আগের কাউন্সিলর যারা ছিলেন তাদের বাদ দেওয়া হোক। শুধু এডহক কমিটি থেকে এপ্রুভ করা হোক। আগের সব চিঠিতে সিইওর সাইন ছিল। এই চিঠিতে তার সাইন। এতো বড় একটা চিঠি এতকিছু উল্লেখ করে যদি পাঠিয়ে থাকেন, উনি নিশ্চয়ই অনেক কিছু জানেন।

তামিম আরও বলেন, আমার কাছে মনে হয়, এই নোংরামি আমাদের করার দরকার নাই। আমি সবসময় বলি, ক্রিকেট সবার জন্য। এটা কোনো রাজনৈতিক পার্টির জন্য নয়। নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন। এখানে কোনো পক্ষপাতী থাকবে না। সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, এটাই আমরা আশা করি।

শেষে তিনি বলেন, আমি একটা সুষ্ঠু নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচন হওয়ার পর যেই আসুক তাকে আমাদের সবার স্বাগতম জানানো উচিত।

এমবি এইচআর