বাড়ির পাশে যুবকের মরদেহ, কারণ খুঁজছে পুলিশ

কুমিল্লার মুরাদনগরে বাড়ি পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Sep 16, 2025 - 15:45
 0  2
বাড়ির পাশে যুবকের মরদেহ, কারণ খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে বাড়ি পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সেটি নিশ্চিত হতে পারেনি পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে নিহতের বাড়ির পাশের পরিত্যক্ত মুরগির খামারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিনহাজ (৩০) উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পীরকাশিমপুর উত্তরপাড়া গ্রামের আনোয়ার হোসেন মাস্টারের ছোট ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোবমার বিকেল ৩টার দিকে দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় মিনহাজ। রাতে এশার নামাজের পরও মিনহাজ বাসায় না ফিরলে পরিবারের অন্যান্য সদস্যের সন্দেহ হয়। পরে খোঁজাখুজি করে রাত ১১টার দিকে বাড়ির কাছেই একটি পরিত্যক্ত মুরগির খামারের পাশে মিনহাজের মরদেহ পাওয়া যায়।

এ সময় স্থানীয়রা বাঙ্গরা বাজার থানা পুলিশকে খবর দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের সন্দেহ কেউ তাকে হত্যা করে ফেলে রেখে যেতে পারে।

এ বিষয়ে ওসি মাহফুজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাতেই সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে সুরতহালের সময় তার কপালে দুটি ছোট ক্ষত চিহ্ন দেখা গেলেও এটি দেখে তেমন কোন আঘাতের চিহ্ন বলে মনে হয়নি।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

এদিকে, এই রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ দায়ের করেনি।

এমবি/টিআই