উল্টো পথে চলছিল অটোরিকশা, ট্রাকের সঙ্গে সংঘর্ষে নারী নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালবোঝাই ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালবোঝাই ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত তিনজন। আজ মঙ্গলবার সকালে মহাসড়কের মিরশ্বানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রোশনা বেগম (৪৮)। তিনি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি বাজার এলাকার বাসিন্দা।
মহাসড়কে নিষিদ্ধ অটোরিকশাটি চট্টগ্রামমুখী লেন দিয়ে উল্টো পথে চলছিল বলে জানান মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দিন। তিনি বলেন, চট্টগ্রামমুখী লেনে উল্টো পথে যাওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা চালবোঝাই একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন গুরুতর আহত হন। আর ট্রাকটি খাদে উল্টে পড়ে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রোশনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত রোশনার স্বজন আবু মুছা জানান, এক আত্মীয়ের মৃত্যুর সংবাদ শুনে পরিবারের তিন সদস্যকে নিয়ে অটোরিকশায় বাবুর্চি বাজার এলাকা থেকে কালিকাপুর ইউনিয়নের দৌলবাড়ি গ্রামে যাচ্ছিলেন রোশনা। অটোরিকশাটি ইউটার্ন ঘুরে চট্টগ্রামমুখী লেনে উঠলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই ট্রাকটির চালক পালিয়েছেন জানিয়ে ওসি সাহাব উদ্দিন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমবি/ টিআই