রাজধানীতে ট্রেনের বগি লাইনচ্যুত

রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

Aug 23, 2025 - 11:18
 0  3
রাজধানীতে ট্রেনের বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটের দিকে যমুনা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ঢাকা অভিমুখী যমুনা এক্সপ্রেস ট্রেনটি রাজধানীর উত্তরায় অবস্থিত বিমানবন্দর স্টেশনের আউটারে লাইনচ্যুত হওয়ায় বিমানবন্দর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন অভিমুখে ট্রেন চলাচল বিঘ্ন হচ্ছে।

এমবি/টিআই