ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

রাজধানী ঢাকায় আজ শুক্রবার (১০ অক্টোবর) সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা—

Oct 10, 2025 - 11:37
 0  3
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ রাজধানী ঢাকায় আজ শুক্রবার (১০ অক্টোবর) সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা—

বিএনপির কর্মসূচি

সকাল ১০টা: ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এক শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরিবেশ উপদেষ্টার কর্মসূচি

বিকেল ৩টা ৩০ মিনিট: আগারগাঁওয়ে ডাক ভবনে দুদিনব্যাপী ডাক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি

বিকেল ৪টা: আশুলিয়ার বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র (বৌদ্ধ বিহার)-এ কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এমবি এইচআর