এনসিপির মতবিনিময় সভায় হাতাহাতি

Aug 30, 2025 - 00:17
 0  2
এনসিপির মতবিনিময় সভায় হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক: খুলনায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতবিনিময় সভায় দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নগরীর বিএম ভবনে এ ঘটনা ঘটে। 

গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে খুলনায় জেলা ও মহানগর এনসিপির আয়োজনে এ মতবিনিময় সভা চলছিল।

সভার প্রধান অতিথি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও বিশেষ অতিথি দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহর সামনেই ঘটে এমন ঘটনা।

সভাস্থলের একাধিক সূত্র জানায়, কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শেষে স্থানীয় নেতা-কর্মীদের মতামত শোনার পালা শুরু হয়। এসময় খুলনার কয়েকজন বিতর্কিত ব্যক্তির উপস্থিতিতে কেউ কেউ প্রতিবাদ জানান। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির পর্যায় পৌঁছে।

অপর একটি সূত্র জানায়, স্থানীয় নেতাদের মতামতের সময় আহম্মদ হামিম রাহাত গ্রুপের নাঈম বক্তব্য দেওয়ার সুযোগ চাইলে কেন্দ্রীয় সংগঠক অহেদ অনির সমর্থক ইমন উচ্চস্বরে তাকে থামতে বলেন।

মুহূর্তেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতির ঘটনা ঘটে। এতে সভায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

কেন্দ্রীয় নেতারা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। এক পর্যায়ে হট্টগোলের কারণে মতবিনিময় সভা আগেভাগেই শেষ করে দেওয়া হয়।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, তানজিল মাহমুদ, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মোল্যা রহমাতুল্লাহ, সংগঠক ওয়াহিদুল ইসলাম দুই গ্রুপকে শান্ত করতে ব্যর্থ হয়ে সভাস্থল থেকে বের হয়ে চলে যান।

তবে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, ‘বিষয়টি তেমন কিছু না। যা হয়েছে প্রগ্রাম শেষে হয়েছে। এটি প্রগ্রামের অংশ না।’

যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদ বলেন, দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।

এটি তেমন কিছু না। দুই গ্রুপের মধ্যে হৈ চৈ হয়েছে।
এমবি/এসআর