শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না : হাসনাত

নিজস্ব প্রতিবেদক: শিক্ষকদের পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
গ্রেপ্তারকৃত শিক্ষকদের সূর্য ডোবার আগে ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।
রবিবার (১২ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষকদের যেভাবে পেটানো হয়েছে, এটা কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না।
দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের স্থান ত্যাগ না করার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘আপনাদের এই নৈতিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে আছি এবং আপনাদের ওপর হামলার নিন্দা জানাচ্ছি।
বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে রবিবার এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনে নামলে পুলিশ তাদের লাঠিচার্জ করে হটিয়ে দেয়।
এ সময় এনসিপির আরেক নেতা সামান্থা শারমিন বলেন, ‘আশা-আকাঙ্ক্ষা পূরণের কোনো চেষ্টা করা হয়নি। শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে।