সাগরে ভাসমান ১৩ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর থেকে নিখোঁজ ১৩ জেলেকে উদ্ধার করা হয়েছে।

Aug 21, 2025 - 10:56
 0  3
সাগরে ভাসমান ১৩ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

নিজস্ব প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর থেকে নিখোঁজ ১৩ জেলেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগরের পাইপ বয়াসংলগ্ন এলাকা থেকে একটি মাছ ধরার ট্রলার সাগরে ভাসমান অবস্থায় ১৩ জেলেকে উদ্ধার করে।

সকালে পায়রা বন্দরের ২০ কিলোমিটার অদূরে গভীর সাগর থেকে এফবি সাজেদা নামে একটি মাছ ধরার ট্রলার মোর্শেদ নামে আরও এক জেলেকে উদ্ধার করে। উদ্ধার জেলেদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

২০ জেলেসহ এফবি মায়ের দোয়া নামে একটি মাছধরার ট্রলার গত ১৭ আগস্ট ভোররাতে বঙ্গোপসাগরের শেষ বয়ার ৯০ কিলোমিটার অদূরে উত্তাল ঢেউয়ের তাণ্ডবে ডুবে যায়।

এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আবু তাহের (৫৫), কামাল (৩৫), রিয়াজ উদ্দিন (২২), তমিজ (১৮), সোহাগ (২০) ও শাহাবুদ্দিন (৪৫)। আরও ছয়জন নিখোঁজ রয়েছেন। আহত ও নিখোঁজ সব জেলে চট্টগ্রামের বাঁশখালী এলাকার।

উদ্ধারকৃত জেলেরা জানান, গত শনিবার চট্টগ্রামের বাঁশখালী থেকে ওই ট্রলারটি নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশ্যে যায়। ট্রলারটি ডুবে যাওয়ার পর তারা প্লাস্টিকের পানির ড্রাম নিয়ে সমুদ্রে চার দিন ভেসে ছিলেন।

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ডকে অবহিত করা হবে।

এমবি/টিআই