বলিউডে নতুন ‘আইটেম কুইন’ সোনম বাজওয়া!

গানটির কোরিওগ্রাফি করেছেন কিংবদন্তি কোরিওগ্রাফার গণেশ আচার্য। তাঁর নির্দেশনায় তালে তালে সোনমের অনবদ্য নাচ এবং আবেদনময়ী উপস্থিতি গানটিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

Aug 27, 2025 - 16:00
Aug 27, 2025 - 16:00
 0  2
বলিউডে নতুন ‘আইটেম কুইন’ সোনম বাজওয়া!

নিজস্ব প্রতিবেদক: পাঞ্জাবি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সোনম বাজওয়া এবার ঝড় তুললেন বলিউডে। টাইগার শ্রফ অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন সিনেমা ‘বাঘি ৪’-এর নতুন আইটেম গান ‘আকেলি লাইলা’-তে তাঁর ঝলমলে এবং দাপুটে উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে। ‘হাউসফুল ৫’-এর মাধ্যমে বলিউডে পা রাখার পর, এই একটি গানেই যেন তিনি নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গেলেন।

গানটির কোরিওগ্রাফি করেছেন কিংবদন্তি কোরিওগ্রাফার গণেশ আচার্য। তাঁর নির্দেশনায় তালে তালে সোনমের অনবদ্য নাচ এবং আবেদনময়ী উপস্থিতি গানটিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। অনেকেই বলছেন, ‘আকেলি লাইলা’ হতে চলেছে এই বছরের সেরা নাচের অ্যান্থেম।

গানটিতে কণ্ঠ দিয়েছেন পায়েল দেব, সুর করেছেন পায়েল দেব ও আদিত্য দেব এবং র‍্যাপ করেছেন প্যারাডক্স।

সাজিদ নাদিওয়ালা প্রযোজিত এবং এ. হর্ষ পরিচালিত ‘বাঘি ৪’ সিনেমাটি জমজমাট অ্যাকশন, ড্রামা এবং বিনোদনে ভরপুর থাকবে বলে আশা করা হচ্ছে। ছবিটি আগামী ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

টাইগার শ্রফের অ্যাকশনের সঙ্গে সোনম বাজওয়ার এই আইটেম গানের রসায়ন সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে।

এমবি/এসআর