সারাক্ষণ চার্জার প্লাগে রাখেন? জেনে নিন কী হতে পারে

Aug 24, 2025 - 13:01
 0  2
সারাক্ষণ চার্জার প্লাগে রাখেন? জেনে নিন কী হতে পারে

নিজস্ব প্রতিবেদক: আমাদের দৈনন্দিন জীবনে আজকাল যত ডিজিটাল ডিভাইস আছে—ফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ, হেডফোন—সবই চলে ব্যাটারিতে। তাই এগুলো নিয়মিত চার্জ দেওয়াই আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। অনেকেই চার্জারগুলো দেয়ালে লাগানো অবস্থায় সারাক্ষণ রেখেই দেন, যেন প্রয়োজন হলেই সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায়।

কিন্তু জানেন কি, এই অভ্যাস দেখতে নিরীহ হলেও এর পেছনে লুকিয়ে থাকতে পারে বেশ কিছু বিপদ? শুধু বিদ্যুৎ অপচয় নয়, অতিরিক্ত গরম হয়ে আগুন লাগার মতো ঘটনা ঘটার আশঙ্কাও থাকে।

চলুন, এই চার্জার প্লাগে রেখে দেওয়ার অভ্যাস নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক—কী কী ঝুঁকি আছে এবং কোন ব্যবহারটা নিরাপদ।

চার্জারের ভেতরে কী থাকে

সব চার্জার দেখতে একরকম হলেও, ভেতরের কাঠামো আলাদা হতে পারে। সাধারণত, চার্জার দেয়াল থেকে পাওয়া এসি (AC) বিদ্যুৎকে ডিসি (DC) বিদ্যুতে রূপান্তর করে, কারণ আমাদের ডিভাইসের ব্যাটারি ডিসি বিদ্যুতে চলে।

এসি আর ডিসির পার্থক্য কী

এসি বিদ্যুতে ইলেকট্রন সামনে-পিছনে দুলে দুলে চলে, আর ডিসিতে ইলেকট্রন একদিকে সরাসরি প্রবাহিত হয়। ব্যাটারি ডিসিতে কাজ করে বলেই চার্জারকে বিদ্যুৎ রূপান্তর করতে হয়।

ফোন না থাকলেও চার্জার বিদ্যুৎ খায়!

ভাবছেন, ফোন লাগানো নেই তো চার্জার বিদ্যুৎ খরচ করছে না? ভুল! ফোন সংযুক্ত না থাকলেও চার্জারের কিছু অংশ সক্রিয় থাকে, যাকে বলা হয় ‘ভ্যাম্পায়ার পাওয়ার’—মানে, অদৃশ্যভাবে বিদ্যুৎ চুরি!

একটা ছোট চার্জারের খরচ হয়তো খুব কম, কিন্তু বাসায় থাকা একাধিক চার্জার সারাক্ষণ প্লাগে থাকলে বছরে এর খরচ হয়ে যেতে পারে কয়েক কিলোওয়াট ঘণ্টা! শুধু চার্জার না, টিভি বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রও বন্ধ অবস্থায় থেকেও কিছু বিদ্যুৎ টানে।

আগুন লাগার ঝুঁকি?

চার্জার প্লাগে থাকলে সবসময় বিদ্যুৎ চলাচল করে। যদি চার্জারটা পুরোনো, নিম্নমানের বা ভেতরে কোনো ত্রুটি থাকে, তাহলে তা গরম হয়ে আগুন লাগার মতো দুর্ঘটনার কারণ হতে পারে। সস্তা চার্জার ব্যবহারে এই ঝুঁকি আরও বেশি।

তবে ভালো মানের নতুন চার্জারগুলোতে থাকে স্মার্ট পাওয়ার সিস্টেম, যা ডিভাইস না থাকলে ‘স্লিপ মোডে’ চলে যায় এবং বিদ্যুৎ খরচ কমায়।

তাহলে কী করবেন?

- ডিভাইস চার্জ হয়ে গেলে চার্জার খুলে ফেলুন।

- সারাদিন প্লাগে চার্জার লাগিয়ে রাখার অভ্যাস বাদ দিন।

- কোনো চার্জার যদি অস্বাভাবিক গরম হয়, শব্দ করে বা স্পার্ক দেখা যায়—সেটি সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন।

- সবসময় ভালো মানের ও নিরাপদ চার্জার ব্যবহার করুন।

চার্জার ছোট একটা জিনিস, কিন্তু অসচেতন হলে এর থেকে বড় ক্ষতি হতে পারে। বিদ্যুৎ খরচ বাঁচাতে ও নিজের ঘরের নিরাপত্তার জন্য এখন থেকেই চার্জার ব্যবহারে একটু সচেতন হন।

সূত্র : দ্য কনভারসেশন

এমবি/এসআর