ওজন নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি সহজ টিপস

কয়েক সপ্তাহ বা মাস ধরে আপনি ওজন কমানোর পেছনে অনেক পরিশ্রম করেছেন। হয়তো তলপেটের মেদ কমেছে, খাওয়া-দাওয়ার অভ্যাসে শৃঙ্খলা এসেছে, শরীরচর্চাও নিয়মিত করেছেন।

Sep 30, 2025 - 15:34
 0  2
ওজন নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি সহজ টিপস
ছবি-সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: কয়েক সপ্তাহ বা মাস ধরে আপনি ওজন কমানোর পেছনে অনেক পরিশ্রম করেছেন। হয়তো তলপেটের মেদ কমেছে, খাওয়া-দাওয়ার অভ্যাসে শৃঙ্খলা এসেছে, শরীরচর্চাও নিয়মিত করেছেন। তবে এত কষ্টের ফল যেন আবার মাটি না হয়ে যায়, সেজন্য কিছু বিষয় মাথায় রাখা জরুরি। হঠাৎ করে রুটিন হারিয়ে ফেললে বা খাওয়া-দাওয়ার অনিয়ম শুরু হলে ওজন ফিরে আসতে বেশি সময় লাগবে না। 

তাই নিয়ম না ভাঙার কিছু সহজ উপায় জেনে নিন।

সময়মতো খাবার খান
রুটিন মেনে খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। অনিয়মিত সময়ে খাওয়া-দাওয়া করলে হজমের সমস্যা হতে পারে, বিপাক হার কমে যেতে পারে, আর ধীরে ধীরে ওজনও বাড়তে পারে। তাই সকাল, দুপুর ও রাতের খাবার একটা নির্দিষ্ট সময়ে খাওয়ার চেষ্টা করুন।

ভারী খাবারের পর হেঁটে নিন
অনেক সময় বন্ধু-বান্ধবদের সঙ্গে খাওয়াদাওয়ার সময় অতিরিক্ত খেয়ে ফেলতে পারেন। তখন খাবার হজম করাতে একটু হাঁটাচলা খুব উপকারী। দুপুর ও রাতের খাবারের পর অন্তত ১৫-২০ মিনিট হেঁটে নিন। এতে হজম ভালো হবে আর অতিরিক্ত ক্যালরিও পুড়বে।

হাইড্রেটেড থাকুন
ব্যস্ততা বা আনন্দের সময় অনেকেই পানি খেতে ভুলে যান। তবে শরীর হাইড্রেটেড না থাকলে দুর্বলতা, ক্লান্তি এমনকি ওজন বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে। তাই দিনে পর্যাপ্ত পানি পান করুন। সাথেই ডাবের পানি বা ঘরে তৈরি পানীয় খেতে পারেন। কোল্ড ড্রিঙ্কস বা অতিরিক্ত চা-কফি এড়িয়ে চলাই ভালো।

নিয়ম রক্ষা করলেই ফল মিলবে
মনে রাখবেন, ওজন কমানোর সবচেয়ে বড় চাবিকাঠি হলো ধারণযোগ্য রুটিন। রোজ এক্সারসাইজ করতে না পারলেও খাওয়াদাওয়ার নিয়ম ঠিক রাখলে ও হালকা হাঁটাচলা করলেও সুফল পাবেন।
চেষ্টা করুন, কঠোর ডায়েট না হলেও যেন সচেতনভাবে চলেন। নিজের শরীরের জন্য এই যত্নটাই সবচেয়ে বড় পুরস্কার।

এমবি এইচআর