ফিরছে কোক স্টুডিও বাংলা!

Aug 21, 2025 - 16:05
 0  2
ফিরছে কোক স্টুডিও বাংলা!

নিজস্ব প্রতিবেদক: কোক স্টুডিও বাংলার প্রথম গান প্রকাশ পায় ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি। শুরু দিকে “কোক স্টুডিও বাংলা” নাম নিয়ে বিতর্ক থাকলেও আস্তে আস্তে প্রকাশিত গানগুলো পছন্দ করতে থাকেন শ্রোতারা। তবে গত বছর একটি বিজ্ঞাপন নিয়ে বিতর্কের পর থেকে থমকে আছে কোক স্টুডিয়ো বাংলার প্রযোজনা। এরপর আর আসেনি নতুন কোনো গান।

গতকাল বুধবার (২০ আগস্ট) রাতে কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণবের একটি ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে।

অর্ণব তার ওই পোস্টে লিখেছেন, “যদি থাকেন রাজি? ধরবেন নাকি বাজি? কোক স্টুডিও বাংলার পরের গান আসবে কবে? পরশু, তরশু নাকি আজি?” পোস্টে অনেকে মন্তব্য করেছেন, “আজই”।

তবে এই বিষয়ে জানতে শায়ান চৌধুরী অর্ণবের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের ভিজ্যুয়াল আউটপুট পরিচালনা করেছেন ডোপ প্রোডাকশন-এর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এবং রানআউট ফিল্মস-এর আদনান আল রাজীব। নতুন গান আসা প্রসঙ্গে রাজীব বেশ কিছুদিন আগে বিবিসি বাংলাকে বলেছিলেন, “তৃতীয় সিজনের গান মোটামুটি প্রস্তুত।”

জানা গেছে, প্রস্তুত রাখা গানগুলোর মধ্যে খ্যাতিমান শিল্পী রুনা লায়লার গানও রয়েছে। আছে হাবিব ওয়াহিদের গানও।

কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের প্রচার শুরু হয়েছিল ২০২৪ সালের ১৩ এপ্রিল। ১৮০ সুরকার ও শিল্পীদের অংশগ্রহণে এই মৌসুমের ১১টির মধ্যে ৩টি গান প্রকাশিত হয়েছে।