রাসেলের সঙ্গে প্রেম করছেন ঐশী, বিয়ে করবেন শিগগিরই

প্রেম করছেন অনামিকা ঐশী এবং রাসেল খান। ঐশী এবং রাসেল দুইজনের তাদের সম্পর্কের কথা স্বীকার করেছেন।

Aug 19, 2025 - 18:41
 0  2
রাসেলের সঙ্গে প্রেম করছেন ঐশী, বিয়ে করবেন শিগগিরই
ছবি-সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: প্রেম করছেন অনামিকা ঐশী এবং রাসেল খান। ঐশী এবং রাসেল দুইজনের তাদের সম্পর্কের কথা স্বীকার করেছেন।

২০২১ সালে একটি রেস্টুরেন্টে মিটিং গিয়েছিলেন রাসেল খান। সেখানে ঐশীর সঙ্গে তার পরিচয় হয়েছিল।

এরপর হায়-হ্যালোর মধ্য দিয়ে তাদের চেনাজানা বাড়ে। পরে ঐশীর আরেক মিউজিসিয়ানের সঙ্গে বিয়ে হয়। কিন্তু ঐশীর সেই বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদে গড়ায়।

পরবর্তীতে আবার রাসেলের সঙ্গে ঐশীর যোগাযোগ বাড়ে।

রাসেল বলেন, ‘দুইমাস হলো ঐশীর সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করছি। ওর চোখ-হাসি আমার বেশি ভালো লাগে। তার সঙ্গে মিশে বুঝেছি মানুষ হিসেবে ঐশী অসাধারণ। তার আরেকটি গুণ হচ্ছে, ভালো কিছুর জন্য সেক্রিফাইস করতে পারে।
ভবিষ্যতেও আমরা একসঙ্গে থাকতে চাই। এখন আমরা চুটিয়ে প্রেম করছি, দ্রুত বিয়ের প্ল্যান রয়েছে।’

‘তোর মন পাড়ায়’ মিউজিক ভিডিওর মাধ্যমে পরিচিত পান রাসেল খান। গানটির ভিউ বর্তমানে ১৬০ মিলিয়নের বেশি। এরপর বহু মিউজিক ভিডিওতে পাওয়া যায় রাসেলকে।

বলেন, ২০২০-এ মিউজিক ভিডিও ছেড়ে দিয়েছি। কারণ, এতো এতো মিউজিক ভিডিও করেছি যে, এখন আর নতুন কোনো ফিল পাইনা। এরপর ৫০টির মতো নাটকে কাজ করেছি। বর্তমানে ব্যবসায় মন দিয়েছি। তবে অভিনয়ের ইচ্ছে চলে যায়নি।

ঐশী বলেন, আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। তখন রাসেল আমাকে হেল্প করেছে। এখন আমরা রিলেশনশিপে থেকে পরস্পরকে বেশি করে জানার চেষ্টা করছি। আমার লাইফে এত বড় সিদ্ধান্ত আর ভুল করতে চাই না। আসলে রাসেল ছেলে হিসেবে খুব ভালো এবং পার্টনারের প্রতি কেয়ারিং। সে আমাকে অনেক চেইঞ্জ করেছে। ও মানুষকে খুব সম্মান করতে জানে।

এমবি এইচআর