লোডশেডিংয়ের সময় নরসিংদী আদালতের কাঠগড়া থেকে পালালেন আসামি
নরসিংদী আদালতে লোডশেডিংয়ের সুযোগে কাঠগড়া থেকে এক আসামি পালিয়ে গেছেন। আজ সোমবার দুপুরে নরসিংদী জেলা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার আদালতে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামি রিয়াজুল ইসলাম ওরফে হৃদয় (২৫)।

নিজস্ব প্রতিনিধি: নরসিংদী আদালতে লোডশেডিংয়ের সুযোগে কাঠগড়া থেকে এক আসামি পালিয়ে গেছেন। আজ সোমবার দুপুরে নরসিংদী জেলা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার আদালতে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামি রিয়াজুল ইসলাম ওরফে হৃদয় (২৫)। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, রায়পুরায় অটোরিকশা চুরির মামলায় আসামি হিসেবে ৭ জুলাই রিয়াজুলকে গ্রেপ্তার করে রায়পুরা থানার পুলিশ। ওই মামলায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে শুনানি চলছিল। হঠাৎ লোডশেডিং হলে রিয়াজুল ইসলাম এ সুযোগে কাঠগড়া থেকে বেরিয়ে পালিয়ে যান।
পুলিশ বলছে, ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের বিভিন্ন এলাকায় রিয়াজুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশের বিভিন্ন ইউনিট।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইরুল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে অবহিত করা হয়েছে।
এমবি/টিআই