ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে

গাজায় দুর্ভিক্ষ ঘোষণার পর ইসরাইলকে খাদ্য, পানি ও ওষুধসহ বেসামরিক জনগণের মৌলিক চাহিদা পূরণের আহ্বান জানিয়েছে আইসিআরসি।

Aug 22, 2025 - 22:01
 0  2
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে
ছবি, সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: জাতিসঙ্ঘ গাজায় দুর্ভিক্ষ ঘোষণার পর ইসরাইলকে খাদ্য, পানি ও ওষুধসহ বেসামরিক জনগণের মৌলিক চাহিদা পূরণের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)।

জেনেভা থেকে এএফপি জানায়, আইসিআরসি এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় ইসরাইল একটি দখলদার শক্তি হিসেবে গাজার বেসামরিক জনগণের মৌলিক চাহিদা পূরণের দায়িত্ব বহন করে। দেশটি এর সব ধরনের সম্পদ ব্যবহার করে তা নিশ্চিত করতে হবে।

রেডক্রস আরো জানায়, ফিলিস্তিনি ভূখণ্ডে দুর্ভিক্ষ ঘোষণার বিষয়টি ‘তাৎক্ষণিক ও বাস্তব পদক্ষেপ নেয়ার জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করবে’।

এমবি এইচআর