ঢাকাগামী কালনী এক্সপ্রেসের ৩ বগি বিচ্ছিন্ন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহরে আন্তঃনগর কালনী এক্সপ্রেসের কাপলিং হুক ভেঙে ট্রেনটির পেছনের দিকে ৩টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহরে আন্তঃনগর কালনী এক্সপ্রেসের কাপলিং হুক ভেঙে ট্রেনটির পেছনের দিকে ৩টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। তবে একাধিক রেলওয়ে ট্র্যাক থাকায় আপ লাইন ও ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তালশহর রেলওয়ে স্টেশন ইয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে ট্রেনে থাকা যাত্রীদের সাময়িক দুর্ভোগ পোহাতে হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. শাকিল জাহান জানান, সিলেট থেকে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি শেষে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর তালশহর রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে ট্রেনটির কাপলিং ভেঙে পেছনের দিকে ৩টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি আরও বলেন, একাধিক রেলওয়ে ট্র্যাক থাকায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক ছিল। পরে কারিগরি টিমকে খবর দেওয়া হলে তারা কাপলিং হুক মেরামত শেষে ১টা ৫ মিনিটের দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
এমবি/টিআই